পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জনের প্রাণহানি

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২২ জনের প্রাণহানি
পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত হয় । আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫০ জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলন, তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২০ জন বলে জানানো হলেও মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ১ মিনিটে বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের পর আতঙ্কে কোয়েটার অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পাকিস্তানের সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের পর বাড়িঘর ভেঙে পড়ার কারণেই এ প্রাণহানির ঘটনা ঘটেছে। হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।