কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ সংঘর্ষে বহু হতাহত
শুক্রবার (২২ অক্টোবর)কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন । এ ঘটনায় আহত হন কমপক্ষে ৭ জন। ভোরে উখিয়ার এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেন ৮ পুলিশ ।
নিহতরা হলেন উখিয়ার বালুখালী-২ এর ইদ্রিস (৩২), বালুখালী-১ এর ইব্রাহীম হোসেন (২২), ১৮ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসুন্দা নুরুল ইসলামের ছেলে আজিজুল হক (২৬), আবুল হোসেনের ছেলে মো. আমীন (৩২), মোহাম্মদ নবীর ছেলে নুরুল আলম ওরফে হালিম (৪৫), রহিম উল্লার ছেলে হামিদ উল্লাহ (৫৫) ও নুর মোহাম্মদের ছেলে নুর কায়সার (১৫)।