রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার সন্দেহে অস্ত্রসহ গ্রেপ্তার

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার সন্দেহে অস্ত্রসহ গ্রেপ্তার
রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও দুই আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের ছব্বির আহমদের ছেলে আবুল কালাম আকু (৩৪) ও একই ক্যাম্পের ডি/৪ ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।

নাইমুল হক জানান, শনিবার (৩০ অক্টোবর) বিকেলে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের উখিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।