বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ খেলবে বাংলাদেশ
ওমানে বাছাইপর্বে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। স্বাগতিকদের সঙ্গে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জিততে না পারলে মূলপর্বে খেলা হতো না বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে অবশ্য এমন পরীক্ষার সামনে পড়তে হবে না দলকে। কেননা টাইগারদের সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে র‌্যাঙ্কিংয়ে আট নম্বর অবস্থান ধরে রাখায়।

শনিবার দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে নিশ্চিত হয়ে গেছে পরের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ।আইসিসির বাছাই পদ্ধতি অনুযায়ী চলতি বিশ্বকাপের ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিনের র‌্যাঙ্কিংয়ে (১৫ নভেম্বর) শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ছয় দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের মূলপর্বে।

সরাসরি সুপার টুয়েলভ খেলবে-ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।