কবিতার শহর” শিরোনামে দু’দিন ব্যাপী কবিতা উৎসব শুরু
বাচিক শিল্প চর্চা কেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাস চট্টগ্রাম শিল্পকলায়-“চট্টগ্রামঃ কবিতার শহর” শিরোনামে দু’দিন ব্যাপী কবিতা উৎসব ২০২১ শুরু হলো। বৃহস্পতিবার ছিল আয়োজনের ১ম দিন। ।উদ্বোধক করেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু,সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগঠক মফিজুর রহমান, চসিক কমিশনার মোহাম্মদ গিয়াসউদ্দিন, দেশের নন্দিত আবৃত্তিকার ও উপস্থাপক শারমিন লাকী,তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়া।তারুণ্যের উচ্ছ্বাস এর সাধারণ সম্পাদক দেশের আরেক নন্দিত আবৃত্তিকার মো.মুজাহিদুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন।
সুন্দর এ আয়োজনে থাকার সৌভাগ্য হয়েছে আমার। উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত চট্টগ্রামের তিনজন আলোকিত মানুষ কবি অরুণ দাশগুপ্ত, কবি খালিদ আহসান, কবি শাহিদ আনোয়ার এর স্মৃতির প্রতি।
আগামীকাল ২৬ নভেম্বর শুক্রবার দিনব্যাপী আয়োজন থাকবে। প্রধান অতিথি থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের আহবায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়।