ঘন ঘন ভূমিকম্প চট্টগ্রামে বিপর্যয়ের শঙ্কা
ইমতেশার অভি ডেক্সঃ ভূমিকম্পে আবারও কেঁপে উঠল বন্দর নগরী চট্টগ্রাম,সহ দেশের বিভিন্ন এলাকা। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে চট্টগ্রাম। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চীন রাজ্যের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগের দুটি ভূমিকম্পের উৎপত্তিও একইস্থানে।শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথমবার আঘাত হানে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং শনিবার দুপুর ৩টা ৪৭ মিনিটের দিকে আবারো ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামে বিপর্যয়ের শঙ্কা বাড়ায়। ভূমিকম্পের কারণে নগরের হেলে পড়ে কটি ভবন। উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল বরাবর বঙ্গোপসাগরের একটি বিশাল ‘সাবডাকশন জোন’ রয়েছে।পৃথিবীর উপরিভাগের ৭০-১০০ কিলোমিটার পুরুত্বের লিথোস্ফিয়ার ছোট-বড় ১৩টি খণ্ডে (প্লেটে) বিভক্ত। উত্তপ্ত ও নরম এস্থোনোস্ফিয়ারের উপর ভাসমান এ প্লেটগুলো গতিশীল।
প্লেটগুলো গতিশীল থাকায় ভূখণ্ড ধীরে ধীরে সরতে থাকে, যেটাকে ‘অ্যাকটিভ ফল্ট’ বা সক্রিয় চ্যুতি বলা হয়। প্লেটের স্থানচ্যুতির সময় জমে থাকা শক্তি বিপুল বেরিয়ে আসে, তখন সংযোগস্থলে ভূকম্পন হয়।