শহীদজায়া বেগম মুশতারী শফী গুরুতর অসুস্থ
বিশিষ্ট সাহিত্যিক ও নারীনেত্রী লেখক-সংগঠক বর্তমানে চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শহীদজায়া বেগম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার (১ ডিসেম্বর) ভোরে তাঁকে চট্টগ্রাম থেকে নিয়ে ঢাকার হাসপাতালে নেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। ৮৩ বছর বয়সী বেগম মুশতারী শফী দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন।
একাত্তরের ঘাতক-দালাল বিরোধী আন্দোলন, চট্টগ্রামের সাংস্কৃতিক-নাগরিক আন্দোলনে সামনের সারির সংগঠক এবং মুক্তিযুদ্ধে স্বামী-ভাই হারানো বেগম মুশতারী শফীর সুস্থতার জন্য তাঁর পরিবারের সদস্যরা দোয়া চেয়েছেন।