ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়েকে ঘিরে নানান জল্পনাকল্পনা চলছে। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা যায় ভিকিকে। শোনা যাচ্ছে,বিবাহ-আইনে কোর্ট ম্যারেজ সম্পন্ন করতেই ক্যাটরিনার বাড়িতে ভিকি।
আজ সকালে ক্যাটরিনার বাড়ি থেকে বের হতে দেখা যায় ভিকিকে। তবে কোর্ট ম্যারেজের গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র। তিনি জানান, রেজিস্ট্রি নয়, বিয়ের পোশাকের ট্রায়াল দিতে ক্যাটরিনার বাড়িতে বাড়িতে গিয়েছেন ভিকি।আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে এই জুটির বিয়ে হবে। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হবে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।
আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে আলাদা আলাদা গোপন কোড। গোপন কোড বলতে না পারলে বিয়েতে প্রবেশ করতে দেয়া হবে না।