শক্তি হারানো ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে চট্র্রগ্রামসহ দেশে বৃষ্টিপাত অব্যাহত
বিপ্লব সেন গুপ্ত’ সঞ্চিতা সেন কলকাতা থেকে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। এটি আজ সোমবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ চট্র্রগ্রামসহ দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত । আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। উপকূলে আছড়ে পড়ার পর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ওড়িশা ও অন্ধ্র প্রদেশের বিভিন্ন জেলায়।