কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচল শুরু

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল থাকায় গেল দুই দিন কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর থেকে জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১টায় টেকনাফ জেটি থেকে চারটি পর্যটকবাহী জাহাজে ৭০০ পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফিরতি জাহাজে সেখানে আটকে পড়া অন্তত এক হাজার পর্যটক ফিরে আসবেন বলে জানা গেছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উত্তাল ছিল বঙ্গোপসাগর। এতে রোববার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছিল উপজেলা প্রশাসন।