সারাদেশে হঠাৎ হিমেল হাওয়া বইছে, শীত বাড়বে
সারাদেশের মতো চট্রগ্রামে হঠাৎ ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অঞ্চলে এখন হিমেপ্রবাহ বইছে বলে জানিয়েছে সংবাদদাতা।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস। উত্তরাঞ্চলে ঠাণ্ডা হাওয়া ও শীতে দুর্ভোগে পড়েছে মানুষ।
সাধারণত তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটা মৃদু শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়ে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরাঞ্চলের প্রায় সব জেলায়ই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।চলতি সপ্তাহের শেষ নাগাদ মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। দেশের নদ-নদী অববাহিকায় মাঝারী/ ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।