চট্টগ্রামে সহপাঠীদের ক্রিকেট ব্যাটের আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
তৌসিফ প্রতিবেদন বাঁশখালী থেকেঃ চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে সহপাঠীদের ক্রিকেট ব্যাটের আঘাতে আহত দশম শ্রেণির ছাত্র অনিক রুদ্র (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। । গত ৩০ নভেম্বর রুদ্রপাড়া সংলগ্ন মাঠে খেলার সময় ক্রিকেট ব্যাটের আঘাতে আহতহয় প্রথমে আহত অনিককে কালীপুরে অবস্থিত মা শিশু হাসপাতালে নেওয়া হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
অনিক রুদ্র কালীপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামের রুদ্রপাড়ার প্রণব রুদ্রের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই অপু রুদ্র। তিনি বলেন, ‘আমার ছোটভাই গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করবো।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিকাল ৫টায় রুদ্রপাড়া সংলগ্ন মাঠে খেলার সময় ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে তার দুই সহপাঠী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অনিক রুদ্র কালীপুর ইউনিয়নের ইজ্জতনগর গ্রামের রুদ্রপাড়ার প্রণব রুদ্রের ছেলে। সে কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম বলেন, “আহত ছেলের চিকিৎসার জন্য অনেক টাকা ব্যায় করা হয়েছে। তারপরও তাকে বাঁচানো গেল না। মৃত্যুবরণকারী ছাত্র অনিকের মরদেহ চমেকে ময়নাতদন্ত শেষে কালীপুর ইউনিয়নের রুদ্র পাড়ায় নিয়ে আসা হবে এবং এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে অনিকের পরিবারের লোকজন।”
চট্টগ্রামের খবর