চট্রগ্রামসহ সারাদেশ ঘন কুয়াশায় ঢাকা বইছে মৃদু শৈত্যপ্রবাহ

চট্রগ্রামসহ সারাদেশ ঘন কুয়াশায় ঢাকা বইছে মৃদু শৈত্যপ্রবাহ

চট্রগ্রামসহ দেশে ক দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের উত্তর উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ এর সঙ্গে ঘন কুয়াশা যোগ হচ্ছে সকালের ঝলমলে রোদের দেখা নেই ঘন কুয়াশা ঢাকা আকাশ। চট্রগ্রামসহ পাশের জেলা গুলোতে উত্তরের হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। জনপদের মানুষ। যেখানে তাপমাত্রার হিসাবে শৈত্যপ্রবাহ নেই, সেখানেও শীতের প্রকোপ বেশ। ১১ ডিসেম্বর থেকে টানা ৯ দিন সত্যপ্রবাহ বইছে।চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি সেলসিয়াসের করা হলেও পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।এমন পরিস্থিতিতে হঠাৎ করেই গেল দুই দিন দমকা হাওয়ায় শীতের প্রকোপ বেড়ে গেছে। একদিনেই পারদ নেমেছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।শীতার্ত মানুষরা বলছেন কনকনে ঠাণ্ডায় তারা জবুথবু।
ঈশ্বরদী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে,রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা, সিলেটের মৌলভীবাজার, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোতে আপাতত শৈত্যপ্রবাহের আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।