সৌদি আরবে সংগীত উৎসব, তারুণ্যের উপচে পড়া ভিড়

সৌদি আরবে সংগীত উৎসব, তারুণ্যের উপচে পড়া ভিড়
সৌদি আরবের সংগীত উৎসব সাউন্ডস্টর্ম সংগীত উৎসব শেষ হলো। চারদিনের সংগীত উৎসবে সাত লাখের বেশি অতিথি অংশগ্রহণ করেছে। উৎসবের শেষ দিনে যেন হুমড়ি খেয়ে পড়ে সৌদি নাগরিকরা। দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির প্রধান তুর্কি আল-শেখ বলেন, ৪ দিনে ৭ লাখ ৩২ হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বিশ্বের বৃহত্তম সংগীত উৎসবগুলোর একটি এটি। অংশগ্রহণকারীদের বেশির ভাগই যুবক ও নারী। যারা অবাধে মিশতে এবং পশ্চিমা সংগীতের তালে নাচতে পারে। উৎসবে যোগদানকারী এক সৌদি নারী জানান, আমরা রিয়াদে এর আগে এমন কিছু দেখিনি। ভিড়, গান, ভিআইপি রুম। সেই সঙ্গে অপ্রচলিত সাজ ও পোশাক। উল্লেখ্য, ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন সৌদি আরবের নেতারা রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে চাইছে। সেই সঙ্গে এর অর্থনীতিতে চলছে বৈচিত্র্য আনার প্রচেষ্টা। অল্প ক’বছর আগে দেশটি সংগীত ও নাচের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।