ঘন কুয়াশায় যানও ফেরি চলাচল ব্যাহত
দুই দিন মধ্য রাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। এতে জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে তেমনি যান চলাচলেও ব্যাঘাত ঘটছে। কুয়াশায় ১৫-২০ ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে আস্তে আস্তে বাস চালাতে হচ্ছে।সকাল সাড়ে আটটা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর৮ পৌষ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব এতই বেড়ে যায় যে ফগ লাইট দিয়েও (দূরে দেখা যাচ্ছিল না)এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।বুধবার সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে কুয়াশার ঘনত্ব এতই বেড়ে যায় যে ফগ লাইট দিয়েও (দূরে দেখা যাচ্ছিল না) কাজ হচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে সাময়িকভাবে ফেরি করে বন্ধ রাখি। কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে বলে জানান (বিআইডব্লিউটিসি)।