ব্রেকিং নিউজ » বিষ ছড়াচ্ছে পলিথিন হুমকির মুখে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশ

ব্রেকিং নিউজ » বিষ ছড়াচ্ছে পলিথিন হুমকির মুখে জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশ
আজও চট্টগ্রাম নগরীতে যত্রতত্র ময়লা-আবর্জনা দূঃগন্ধযুক্ত পলিথিন পরিবেশ গঠনে চসিকর তৎপরতা লক্ষ্য করা গেছে। নগরের বক্সিরহাট, আন্দরকিল্লা ওয়ার্ড ঘুরে দেখা উপচে পড়ছে ময়লা-আবর্জনা। ছড়াচ্ছে দুর্গন্ধ। এসব আবর্জন বন্ধ করতে রীতিমত ব্যানার টাগনো হয়েছে তবু বন্ধ হয়নি নগরীর সড়কের পাশে যত্রতত্র ময়লা-আবর্জনা, অসংখ্য খোলা ডাস্টবিনে রাতের আধারে পলিথিনে বস্তা বস্তা আবর্জনা ময়লা-আবর্জনার স্তূপ বেশির ভাগ স্থান সংকুচিত হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। বাণিজ্যিক এলাকা-আবর্জনার ছড়াছড়ি।প্রতিনিয়ত যত্রতত্র ময়লায় ভাগাড়। জনসচেতনতার অভাব নানা ধরনের ময়লা-আবর্জনার উৎকট গন্ধ নাগরিক জীবনকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেললেও এর বিন্দুমাত্রও টের পান না সেবাগ্রহী নগরবাসী।
এসব।পলিথিনের ভয়ঙ্কর দূষণ জনস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। দেশে ১৯ বছর আগে আইন করে নিষিদ্ধ হওয়ার পরও এর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ হয়নি। আইনী দুর্বলতার সুযোগে পরিবেশ বিপর্যয়ের এই উপাদান এখন সারাদেশেই সহজলভ্য। অপচনশীল সর্বনাশা পলিথিনের যত্রতত্র ব্যবহারের ফলে ভরাট হচ্ছে নগর-মহানগরের পয়োনিষ্কাশনের নালা-নর্দমা। ভেঙ্গে পড়ছে ড্রেনেজ ব্যবস্থা। পলিথিন বর্জ্যরে কারণে ভরাট হচ্ছে খাল-বিল-নদী, দূষিত হচ্ছে পানি। রাতের বেলায় ময়লা অপসারণের কথা থাকলেও দিনের যখন তখন ময়লা অপসারনণ করতে দেখা যায়। ফলে পথচারীদের নাক চেপে চলাফেরা করতে হয়। অথচ সিটি কর্পোরেশনের নিয়ম অনুসারে প্রতিদিনের আবর্জনা রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে অপসারণ করার কথা। একদিকে প্রধান সড়কের পাশের এই ডাস্টবিনগুলো সৃষ্টি করছে যানজট, অন্যদিকে অসহনীয় যানজটে মানুষের যখন নাকাল অবস্থা, তখন এসব ডাস্টবিনের দুর্গন্ধে দুর্ভোগ চরমে ওঠে সাধারণ মানুষের।