নগরের অবকাঠামোগত উন্নয়নে চসিকের বড় প্রকল্প(একনেকে)

নগরের অবকাঠামোগত উন্নয়নে চসিকের বড় প্রকল্প(একনেকে)
নগরের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গৃহীত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৪৯৯ কোটি টাকা। এটি একক ডিপিপি হিসেবে চসিকের এ যাবতকালের সবচেয়ে বড় প্রকল্প।
জানা গেছে, আগামীকাল মঙ্গলবার একনেক সভার তারিখ নির্ধারিত আছে। ওই সভায় চসিকের প্রকল্পটি উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। তবে আজ সোমবার একনেক সভার কার্যতালিকা প্রকাশ হলেই নিশ্চিত হওয়া যাবে উপস্থাপন করা হবে কিনা। এর আগে ১৬ জুন অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) তথা প্রি-একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়।