শিক্ষার্থীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ শুরু
গত ১৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয় চট্টগ্রামে । পরবর্তীতে ৯ ডিসেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। এর মাঝে মাদ্রাসা শিক্ষার্থীদেরও টিকা দেয়া হয়েছে। এবার শিক্ষার্থীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগও শুরু হয়েছে চট্টগ্রামে। গত (২ ডিসেম্বর) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় ডোজ টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন (গতকাল) প্রায় ২ হাজার (১৮৪৭ জন) এইচএসসি পরীক্ষার্থী করোনার টিকার ২য় ডোজ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী। যদিও প্রায় তিন হাজার (২৯৬১ জন) এইচএসসি পরীক্ষার্থীর প্রথম দিন ২য় ডোজ গ্রহণের কথা ছিল। এর মাঝে প্রায় ২ হাজার শিক্ষার্থী টিকা নিলেও বাকিরা ২য় ডোজ নিতে কেন্দ্রে আসেনি।
মহানগরের ৫টি কেন্দ্রে শিক্ষার্থীদের এ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস ও সার্সন রোডের ক্যাম্পাস, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল, ওআর নিজাম রোডের ইউরোপিয়ান গ্রামার স্কুল ও পাঁচলাইশ এলাকার প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। এসব কেন্দ্রে সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রয়োগ চলমান রয়েছে।