টাইগাররা নিউজিল্যান্ডকে আট উইকেটে পরাজিত করেছে

টাইগাররা নিউজিল্যান্ডকে আট উইকেটে পরাজিত করেছে
বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম প্রতিবেদনঃ“অবিশ্বাস্য পারফরম্যান্স”নতুন ইতিহাস লিখলো টাইগাররা।বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে অবিস্মরনীয় জয়। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নস নিউজিল্যান্ডকে তাদের মাঠে পরাজিত করেছে টাইগাররা। ৮ উইকেটে পাওয়া এই জয়ে রীতিমতো ইতিহাস রচনা করেছে অধিনায়ক মুমিনুল হকের দল।গত বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড-কে তাদেরই ঘরের মাঠে ৮ উইকেটের ব্যবধানে হারালো তারা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩২৮ রানের জবাবে নিজেরা প্রথম ইনিংসে ৪৫৮ রান করে ১৩০ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। অর্ধশতরান করেছিলেন চার বাংলাদেশি ব্যাটসম্যান। মাহমাদুল জয় (৭৮), নাজমুল হাসান শান্ত (৬৪), মমিনুল হক (৮৮) এবং লিটন দাস (৮৬) দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশের জয়ের ভিত তৈরি করেছিল। সেই ভিতের ওপরই তুতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে জয়ের ইমারত গড়ে দেন ইবাদত হোসেন (৬/৪৬), তাস্কিন আহমেদ-রা (৩/৩৬)। কিউয়িরা দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যায়। এর পর মাত্র দুই উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।ম্যাচের প্রথম ইনিংসে কিউইদের ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা। তবে টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। এবার অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।

এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। তবে ইনজুরির কারণে এই দলের অংশ হতে পারেননি তামিম।