রোহিঙ্গা শাহ আলী দেওয়ান বাজার ওয়ার্ডের ভোটার!

আরসা ‘প্রধানের ভাই’ রোহিঙ্গা শাহ আলী দেওয়ান বাজার ওয়ার্ডের ভোটার!
মিয়ানমারে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন আরসা প্রধান আতাউল্লাহর ‘ভাই’ শাহ আলী চট্টগ্রাম নগরীর ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের ভোটার বলে জানিয়েছে পুলিশ । তিনি জাতীয় পরিচয় পত্রে (নম্বর- ১৯৭১১৫৯৪১২০০০০০১৮) কোতোয়ালি থানার দেওয়ান বাজারের জয়নব কলোনির ঠিকানা ব্যবহার করে পরিচয়পত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ। সোমবার সকালে গ্রেপ্তার শাহ আলীকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে রবিবার ভোররাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ সংলগ্ন এলাকা থেকে শাহ আলীকে (৫৫) আটক করে এপিবিএন সদস্যরা। এ সময় আটক শাহ আলীর হেফাজত থেকে দেশে তৈরি একটি বন্দুক, একটি বড় আকারের ছোরা ও এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শাহ আলী ২০১৯ সালে সন্ত্রাস বিরোধী আইনে ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।