তীব্র শীত ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র শীত ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের।গত তিন দিন ধরে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। তুষারাচ্ছন্ন বাতাস আর ঘন কুয়াশায়সহ হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ।একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। ঘন কুয়াশার কারণে যাবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের প্রকোপে অভাব মানুষের জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছে।জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে তেমন বাইরে বের হচ্ছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও বাতাসের কারণে দুর্ভোগে অসহায় ছিন্নমূল মানুষ। শীতে জুবুথুবু হয়ে রিকশায় বসে থাকা বৃদ্ধ বলেন, ‘শীতে অনেক কষ্ট পাচ্ছি বাবা, কিন্তু কি করবো, পেট তো আর শীত বুঝে না? সংসারের তো চাহিদা পূরণ করতে হবে, ঘরে থাকলে তো আর পেট চলবে না?’ ‘ঠান্ডা বাতাস, শীত ও কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আজকে মনে হচ্ছে শীতের তীব্রতা বেশি। ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। ঘন কুয়াশা থাকায় হেড লাইট জ্বালিয়ে তাই গাড়ি চালাচ্ছি।’

শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।