ফেব্রুয়ারির ১দিন বাংলা হরফে লেখা সাইনবোর্ড প্রতিস্থাপন কর্মসূচি

ফেব্রুয়ারির ১দিন বাংলা হরফে লেখা সাইনবোর্ড প্রতিস্থাপন কর্মসূচি
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথমদিন (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে ইংরেজি ভাষায় লিখা সাইনবোর্ডের স্থলে বাংলা হরফে লেখা সাইনবোর্ড প্রতিস্থাপন কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ।
উল্লেখ্য গত সোমবার (৩১ জানুয়ারি) সকালে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বাংলা ভাষা প্রচলন উদ্যোগের পক্ষে মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে চট্টগ্রাম নগরীর সকল ইংরেজি ভাষায় লেখা নামফলক বাংলায় করার নির্দেশ দেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বাংলা ভাষা প্রচলন উদ্যোগের পক্ষে মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ইতোমধ্যে সংবিধান, আইন আদালতের নির্দেশ অনুসারে সরকারি-বেসরকারি সকল অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠানের নামফলকে ৬০ ভাগ বাংলা লিখার প্রচলনের বিধান করা হয়েছে। কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। আমাদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিগত মেয়রের সময়ে অনেক ব্যাংক বীমা ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ডে কালি লেপন করতে মাঠে নেমেছিল। কিন্তু এখন অনেক নামফলক বিদেশি ভাষায় টাঙানো রয়েছে। একারণে আমরা আবারো মাঠে নামলাম।