ব্রেকিং নিউজ: আজ ঢাকায় বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু

 

আজ বুধবার(১৬ সেপ্টেম্বর)কায় শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন। চার দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ১৯ সেপ্টেম্বর।এটি শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় প্রতিনিধি দলের জন্য নির্ধারিত বিমানের কারিগরি ত্রুটির কারণে ওই দিন ঢাকায় আসতে পারেননি তারা।এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে সকাল পৌনে ১১টায় বিজিবি সদর দপ্তর পিলখানায়। 

এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করছে। সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

সম্মেলনের শেষ দিন ১৯ সেপ্টেম্বর সকালে যৌথ আলোচনার দলিল স্বাক্ষর হবে। ওই দিনই বিএসএফ প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে।