আজ বুধবার(১৬ সেপ্টেম্বর )আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠেয় আজকের বৈঠকে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দ্বিতীয় বৈঠক।