সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ

সারাদেশে বেড়েছে শীতের প্রকোপ
দেশের বিভিন্ন জায়গায় আজ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর বৃষ্টি কমে সেই সঙ্গে রাতে শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।দেশের কোথাও কোথাও আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। সূর্যের দেখা মেলেনি। সঙ্গে ছিল থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে বেড়েছে শীতের প্রকোপ।রোববারও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় রাতের তাপমাত্রা কমবে, দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।