ব্রেকিং নিউজ নিবন্ধন ছাড়াই টিকা, চট্টগ্রামে টিকানিতে ভিড়

ব্রেকিং নিউজ নিবন্ধন ছাড়াই টিকা, চট্টগ্রামে টিকানিতে ভিড়
বিপ্লব সেন ডেক্স প্রতিবেদনঃ শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী টিকার জন্য নিবন্ধনের প্রয়োজন নেই- এমন তথ্য শুনে মানুষের জনস্রোত নামে। চট্টগ্রাম নগর জুড়ে চলছে টিকা দেওয়া কর্মসূচি নগরের রাস্তা ও ফুটপাতসহ বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় থাকা নারী-পুরুষদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায় টিকা পেয়ে বেশ খুশি এসব নারী-পুরুষ।কোরবাণীগঞ্জ এলাকায় রিজিয়া নামের এক নারী বলেন, ‘আমরা ঘরের কাছেই এতো সহজেই করোনার টিকা পাব তা ভাবিনি। আমাদের কোনো কার্ড নেই। কিন্তু আজ টিকা দিয়ে দিল। ভালো লাগছে।’টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকী সেন বলেন ১০০০জনকে আমরা টিকা দিবো টিকাকেন্দ্রে করোনার টিকা পেতে হলে নিবন্ধন করতে হবে। যে কেন্দ্রে নিবন্ধন সম্পন্ন হবে সে কেন্দ্রে এসেই টিকা নিতে হবে। পছন্দ অনুযায়ী টিকা নেওয়া যাবে না। অর্থাৎ যে কেন্দ্রে যে টিকা দেওয়া হবে- সেটাই নিতে হবে। তবে যারা ক্যাম্পেইন স্পটে টিকা নেবেন তারা নিবন্ধন ছাড়াও করোনার টিকা পাবেন। তাদের নিবন্ধনের প্রয়োজন নেই।
আজ এ কর্মসূচির মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকার আওতায় এনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রায় এক লাখ মানুষকে এ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় নগরীর টিকাকেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। তবে তথ্য বিভ্রাটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে টিকা নিতে আসা অনেককে মানুষের ভিড় সামলাতে আজ শুক্রবার বন্ধের দিনেও কেন্দ্র খোলা রেখে টিকাদানের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারির পর করোনার প্রথম ডোজ টিকাদান বন্ধ করে দেওয়ার খবরে গত কয়েকদিন ধরেই টিকাকেন্দ্রে ভিড় বাড়তে থাকে। ভিড় সামলে সবাইকে টিকার আওতায় আনতে সিভিল সার্জন কার্যালয় এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়। টিকাদানে বুথ সংখ্যা বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারদলীয় আওয়ামীলীগ কর্মীদের মাঠে রয়েছে ।বৃহস্পতিবার নগরীর ১১টি টিকাকেন্দ্রে প্রায় ৪০ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া ক্যাম্পেইনের মাধ্যমে ৭টি স্পটে ভাসমান মানুষ এবং ৫টি স্কুলে শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়।শুক্রবারও দেওয়া হবে টিকা: শুক্রবার বন্ধের দিন হলেও সারাদেশের সঙ্গে চট্টগ্রাম নগর ও জেলার সব টিকাকেন্দ্র খোলা থাকবে। নিয়ম অনুযায়ী আজ এসব কেন্দ্রে টিকা নিতে পারবেন টিকাপ্রত্যাশীরা। এছাড়া ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমের পর প্রথম ডোজ টিকাদান বন্ধের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে স্বাস্থ্যবিভাগ। ২৬ ফেব্রুয়ারির পরেও দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের পাশাপাশি প্রথম ডোজ টিকাদান অব্যাহত থাকবে।