সায়মন শাহদাত / এস আহমেদ ডেক্স প্রতিবেদনঃ আজ বৃহস্পতিবারইলিশ উৎসব, ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশে জেলে পল্লীতে আনন্দের বন্যা সবখানে তবে অন্যান্য দিনের চেয়ে আজ রুপালি ইলিশের দাম তুলনামূলকভাবে কম।আজ সকাল থেকে নগরীর বিভিন্ন বাজার ঘুরে সরেজমিনে দেখা বড়ো সড়ো দেড় কেজি থেকে দুই কেজির উপরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে প্রায় সবখানে আকার ভেদে ছয় সাত আটশ টাকা দরে আবার এক কেজির ইলিশ পাওয়া যাচ্ছে ৫০০/৫৫০ টাকায়।আবার অনেক বাজারে প্রচুর পরিমাণে মা ইলিশের সাথে ঝাটকা ইলিশ ধরে আনছে বাজারে । বক্সিহাট বৌবাজার কর্ণফুলী বাজারে প্রচুর পরিমাণে ইলিশ দাম ও কম।
গত দু দিন সরজমিন ঘুরে দেখা, চট্টগ্রামে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। অন্যান্য বছরের চেয়ে এ বছর বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ছে বলে জানিয়েছেন জেলেরা। ইলিশের প্রজননের সময় মাছ ধরা বন্ধ রাখায় এখন সাগরে প্রচুর ইলিশ মিলছে। চট্টগ্রামের বাজারে চট্টগ্রামের ফিশারিঘাটসহ দেশের বিভিন্ন উপকূলীয় ঘাটে বড় ইলিশের ছড়াছড়ি। একইসঙ্গে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের জেলেপল্লীগুলোতে উৎসবের আমেজ চলছে বলে জানা যায়। এসব ঘাটগুলোতে প্রচুর বড় রূপালি ইলিশ আসছে। সাগরপার থেকেও ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন বড় বড় ইলিশ। নগরীর কাট্টলী ও ফিশারিঘাটে জেলেরা ১ কেজির উপরের প্রতি মণ ইলিশ বিক্রি করছেন ২৬-৩২হাজার টাকায়। আর ১ কেজির নিচের মাছ বিক্রি হচ্ছে প্রতি মণ ২২-২৩ হাজার টাকায়। খুচরা বাজারে ২ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ টাকা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। একাধিক জেলে জানান, দীর্ঘ ৬৫ দিন ইলিশ ধরা বন্ধ ছিল। এ সময় কোনো জেলেই মাছ শিকারে যাননি। ২৩ জুলাই রাত থেকে মাছ শিকার শুরু হয়েছে। প্রথম থেকেই জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে
এতে ক্রেতা-বিক্রেতা উভয়ে খুশি।
বিস্তারিত আসছে