রাজধানী‌তে টিসিবি পু‌রো প্যা‌কেজ‌ বিক্রি কার্যক্রম শুরু

রাজধানী‌তে টিসিবি পু‌রো প্যা‌কেজ‌ বিক্রি কার্যক্রম শুরু
সোমবার (২১ মার্চ) থেকে রাজধানী‌তে ছোলা বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি ছোলা কিনতে পারবেন। ছোলার সঙ্গে সয়াবিন তেল, চিনি, ডাল, পেঁয়াজ বিক্রি কার্যক্রম আগের মতো চলবে।

ক্রেতারা ৫০ টাকা কে‌জি দ‌রে পাঁচ কে‌জি ছোলা, ৩০ টাকা দ‌রে পাঁচ কে‌জি পেঁয়াজ, ৫৫ টাকা ক‌রে দুই ‌কে‌জি চি‌নি, ৬৫ টাকা ক‌রে দুই কে‌জি মসুরি ডাল এবং ১১০ টাকা দরে দুই লিটার সয়া‌বিন তেল কিন‌তে পার‌বেন।

পু‌রো প্যা‌কেজ‌টির দাম ৮৬০ টাকা, যার বাজারমূল‌্য ১২৭৬ টাকা।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। আগামী সপ্তাহ থে‌কে খেজুরও পাওয়া যা‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন টি‌সি‌বির ম‌ুখপাত্র হুমায়ূন ক‌বির।

দুই পর্বের টিসিবির এই বিক্রয় কার্যক্রমের প্রথম পর্ব চলবে ২৪ মার্চ পর্যন্ত। দ্বিতীয় পর্ব ২৭ মার্চ শুরু হ‌য়ে শেষ হ‌বে ২৫ এপ্রিল। শুক্রবার ছাড়া প্রতিদিন রাজধানীর মোট ১৫০টি প‌য়ে‌ন্টে টিসিবির ট্রাকে পণ্য পাওয়া যাবে।

এছাড়া, ঢাকা মহানগর ও বরিশাল সিটি করপোরেশন ছাড়া দেশের সব সিটি করপোরেশন ও জেলা এবং উপজেলা পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে গতকাল ২০ মার্চ থে‌কে।