দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সতর্ক থাকবে সেনাবাহিনী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সতর্ক থাকবে সেনাবাহিনী

আজ মঙ্গলবার গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মাওয়া ও জাজিরা প্রান্তে শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারো সঙ্গে যুদ্ধ নয়, তবে সেনাবাহিনীকে এমনভাবে গড়ে উঠতে হবে যেন বাইরের শত্রুর যে কোন আক্রমণ প্রতিরোধ করতে পারে।। সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সতর্ক থাকবে সেনাবাহিনী। দেশের উন্নয়নের গতি মানুষের কাছে বিস্ময় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

পদ্মা বহুমুখী সেতুর নিরাপত্তার জন্য ২০১৩ সালে নবম পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়। সেসময় থেকেই এ ব্রিগেড মাওয়া ও জাজিরা প্রান্তে স্থল ও নৌপথে সার্বক্ষণিক টহল দিয়ে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে।

এই সেতুর মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে, বলেছেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীকে আধুনিক ও সময়ের সাথে তাল মিলিয়ে চলার নির্দেশ দেন সরকার প্রধান।