ব্রেকিং নিউজ »চট্রগ্রামে অঝোর বৃষ্টি থৈ থৈ পানি

বর্ষনে আবারো দূঃখে বারো মাইসা ছবি ক্লিক- উত্তম কুমার আচার্য্য সরজমিন ঘুরে »

২৬বৈশাখ , ০৯ মে সারা দেশে থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টি চট্টগ্রামের আকাশে মৌসুমি বায়ু ঝড়বে আরও দু’চারদিন হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন সড়ক। গতকাল রবিবার থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। শুধু নিম্নাঞ্চল নয়, অধিকাংশ সড়কে পানি উঠে। কিছু সড়কে যানচলাচল বন্ধ ছিল। এসব সড়কে একমাত্র রিকশা-ভ্যানই ছিল যাতায়তের মাধ্যম।আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের আকাশে মৌসুমী বায়ু বিরাজমান। এর প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে।আরও কয়েকদিন ভারী থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।সোমবার (আজ) চট্টগ্রাম ও পার্শ¦বর্তী এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।বর্ষণে নগরীর প্রধান সড়ক, গলি, উপগলি পানিতে তলিয়ে যায়। বহদ্দারহাট থেকে মুরাদপুর, কাপাসগোলা, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা দিনের বেশিরভাগ সময় ডুবে ছিল। বাসাবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষেও পানি ঢুকে পড়ে। নগরীর ষোলশহর দুই নম্বর গেট, বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক মোড়, মুরাদপুর, চান্দগাঁও, খতিবের হাট, বাকলিয়া, চাক্তাই, আছাদগঞ্জ, মোগলটুলি, আগ্রাবাদ, ট্রাঙ্ক রোড, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, দেওয়ানহাট, আসকারাবাদ, মনসুরাবাদ, পাহাড়তলী, হালিশহর, আগ্রাবাদ এক্সেস রোড, বাকলিয়া ডিসি রোড, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।সড়কে যান চলাচল কমে যাওয়ায় অনেকে কোমর পানির মধ্যে হেঁটেই যান গন্তব্যস্থলে। বিভিন্ন সড়কে পানি ঢুকে বিকল হয়ে যায় অনেক গাড়ির ইঞ্জিন। বেশি ভাড়ায় রিকশা, ভ্যানগাড়িতে উঠেন অনেকে।পানি ঢুকেছে বিভিন্ন জায়গার ব্যবসা প্রতিষ্ঠানে। টেরিবাজার, খাতুনগঞ্জ, আছাদগঞ্জ ও কোরবানিগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও প্লাবিত হয়েছে। এতে ব্যাহত হয় তাদের ব্যবসায়িক কার্যক্রম। এছাড়া নগরীর বহদ্দারহাট, বাকলিয়াসহ নিচু এলাকা কোমর পানিতে তলিয়ে গেছে। হঠাৎ এ বর্ষণে এসব নিচু এলাকার বাসিন্দারা মালামাল সরাতে পারেননি। অনেকে ঘরে হাঁটু পানির মধ্যেই বসে ছিলেন।