সোমবার (৯ মে) রাত ৩টা ৫০ মিনিটে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এ মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সূত্র জানান, ‘চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
লাকসাম রেলওয়ে জংশন জানান, লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।