বলিউড পর্দায় আসছে নতুন জুটি। জুটি বেঁধে আসছেন বরুণ ধাওয়ান ও ‘কবীর সিং’ ছবির নায়িকা কিয়ারা আদভানি।
জানাগেছে, করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে এই নতুন জুটিকে। ছবিটি হবে রোমান্টিক কমেডি।
পারিবারিক আবহের ছবিতে থাকবে তারকাদের মেলা। আর ছবিটি পরিচালনা করবেন রাজ মেহতা।
প্রসঙ্গত, বলিউডে নতুন প্রজন্মের দুই তারকা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। তাদের নামের পাশে রয়েছে ব্লকবাস্টার সিনেমা। এর আগে তারা ‘কলংক’ সিনেমার একটি গানে পারফর্ম করেছেন।