অবশেষে নৌকা পেলেন যুবলীগের সেলিম

নানা নাটকীয়তার পর অবশেষে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক। অবশেষে ফেসবুকে এসে নতুন বার্তা দিলেন যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম হক। একদিন আগে নৌকা মনোনয়ন পাওয়া যুবলীগ নেতা আলা উদ্দিনের নাম পরিবর্তন করে এবার চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ সেলিম হক। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

১৫ মে (রবিবার) ১২টা ৩০ মিনিটে তিনি নিজের ফেসবুকে লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকারের নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় তাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বলে তথ্য দেন।
মনোনীত হওয়ার পর প্রার্থী মুহাম্মদ সেলিম হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, সেলিম হক রাজনীতিতে আসার পূর্বে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ক্রীড়া রিপোর্টার হিসেবে কাজ করেছেন বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকায়। বর্তমানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। একই সাথে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরপাথরঘাটা মুক্তবিহঙ্গ ক্লাবের প্রতিষ্ঠাতা ও করোনাকালে প্রশংসিত ‘চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের’ সদস্য সচিব ছিলেন।

প্রসঙ্গত, ইভিএম পদ্ধতিতে চরপাথরঘাটায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোটগ্রহণ হবে ১৫ জুন।।