আজ সোমবার, ১জ্যৈষ্ঠ ১৬ মে রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নগরীর বক্সিরহাট এলাকায় আল বয়ান ও আলিফ হোটেলে জামায়াত-শিবিরের গোপন বৈঠকের খবরে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী আটক করা হয়। ,নাশকতা করার উদ্দেশ্যে এদের গোপন বৈঠক হতেপারে বলে সূত্রে জানা যায় ।সূত্র জানায় গোপন সংবাদে কোতোয়ালীর বিশেষ টিম উক্ত এলাকা ঘেরাও করে রাখে এবং পরে অভিযান চালিয়ে তাদের আটক করে নিয়ে যায়।
বিশেষ সূত্র জানতে পেরেছি, এখানে জামায়াত-শিবিরের গোপন কোনো বৈঠক চলছিল।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, আল বয়ান ও আলিফ রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়েছে । আটকের ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি পরে জানানো হবে বলে জানান। তবে ধারনা করা হচ্ছে হয়তো কোন বড় ধরনের নাশকতার ছক করতে এ বিশেষ বৈঠক হতে পারে বিস্তারিত আসছে