নগরীতে নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রি রোধে অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

 

সোমবার (২১ সেপ্টেম্বর) নগরীর প্রবর্তক মোড় ও আন্দরকিল্লা এলাকায় নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। সূত্র জানায়, নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রির রোধে এ অভিযান চালানো হয় প্রবর্তক মোড়ে রওশন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েচে। একই অভিযানে আন্দরকিল্লা মোড়ের তাজ সাইন্টিফিককে ১ লাখ টাকা, এপি সাইন্টিফিককে ৫০ হাজার টাকা এবং একুশে সাইন্টিফিককে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৫টি প্রতিষ্ঠানে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা করে। এ অভিযানে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন।