মঙ্গলবার (২২ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর বন্দর উত্তর আবাসিক এলাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ’র নেতৃত্বে এই অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। তিন শতাধিক উচ্ছেদ হওয়া এসব অবৈধ স্থাপনার মধ্যে রয়েছে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব জমিতে এসব স্থাপনা গড়ে তুলেছিল বলে জানিয়েছেন অভিযান পরিচালনা সংশ্লিষ্টরা।তিন শতধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পর উদ্ধার হয় বন্দরের ৩ একর জমি।