চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিএনপি আ.লীগ-সংঘর্ষ,

0
5

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর জের ধরে বিএনপির নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ দলীয় কাউন্সিলরের বাসায় হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর বাকলিয়া থানার বাদামতল সেতুর কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানান।বাকলিয়ার বাদামতল এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।‘সমাবেশ শুরুর আগে বিএনপির এক হাজারেরও বেশি নেতাকর্মী জড়ো হন। এ সময় ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম মিয়ার নেতৃত্বে ৫০-৬০ জন মিছিল নিয়ে সেখানে যান। তখন উভয়পক্ষে উত্তেজনা শুরু হয়। ধাওয়া, পাল্টা-ধাওয়ার এক পর্যায়ে তারা পরস্পরের দিকে লাঠি ও ইটের টুকরা ছুঁড়ে মারে। ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তেমন কেউ আহত হননি।’
সংঘাতের জেরে নগরীর মিয়াখান নগর এলাকায় কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসায় হামলার অভিযোগ পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা কাউন্সিলরের বাসায় হামলা করেছে বলে অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসার দোতলার জানালার কাচ ভাঙা দেখতে পেয়েছি। নিচতলায় কাউন্সিলরের কার্যালয়ে কয়েকটি চেয়ার ভাংচুর অবস্থায় পেয়েছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here