চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। আর সাধারণ সদস্যপদে ৬১ এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ২৬ জন তাদের মনোনয়নপত্র দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তারা এ মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের এ টি এম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম এবং জাতীয় স্বাধীনতা পার্টির (নিবন্ধন প্রক্রিয়াধীন) মহাসচিব নারায়ন রক্ষিত।সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দিয়েছেন সাধারণ ওয়ার্ড-১ প্রদীপ রনজন চক্রবর্তী, মিহির কান্তি নাথ, কালু কুমার দে, ওয়ার্ড-২ আ.ম.ম দিলসাদ, মো. শওকতুল আলম, ওয়ার্ড-৩ মো. নুরুন্নবী ভুট্টো, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, নাদিম শাহা আলম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. আলাউদ্দীন, শাহেদ সরোয়ার শামীম, মো. মাহফুজুর রহমান।