বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর নিউমার্কেটের বি ব্লকের ৯ তলার একটি বন্ধ দোকানে দুপুর ১টা ৩০ মিনিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি হয়নি বলে জানা যায়।
সূত্র জানায়, নিউমার্কেটে একটি বন্ধ দোকানে দুপুর দেড়টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানগুলো বন্ধ ও পরিত্যাক্ত ছিলো। তাই কোনো ক্ষয়ক্ষতি হয়নি।সূত্র আরো জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে বন্ধ দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।