উজ্জল চক্র্রবর্তী ডেক্সঃ ছবি অনিক মল্লিকঃঃ কার্তিক হলেন শিব ও পার্বতীর সন্তান ।
বাংলায় প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক। রুদ্র দেবতা শিব ও পরম শক্তির দেবী পার্বতীর সন্তান হলেন দেবতা কার্তিক। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি হলেন পৌরাণিক দেবতা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে তাঁর পরিচিতি।কার্তিক হলেন দেবতাদের সেনাপতি এজন্য দক্ষিণ ভারতে তিনি রক্ষা কর্তা হিসেবেও পূজিত হন। ঘরে আসা কার্তিক দেবতার আগমন আপনাকে চিন্তায় ফেলে দিতেই পারে। তখন কী করবেন ? তাহলে আসুন জেনে নিন কার্তিক পুজোর কিছু অপিহার্য নিয়ম ও উপকরণগুলি।
বাংলায় কার্তিক ঠাকুর পুত্র সন্তান কামনার্থে পূজিত হয়ে থাকেন। তাই কার্তিক ঠাকুরের আসনে পুত্র সন্তানের প্রয়োজনীয় সকল সামগ্রী দেওয়া হয় যেমন- ছেলেদের জামা, খেলনা, ( ঘুড়ি, ব্যাট -বল, বাঁশি, গুলি,), শ্লেট-পেনসিল , বর্ণপরিচয়, তীর- ধনুক এবং ময়ূর পুচ্ছ দিতে হয়। এছাড়া অন্যান্য ফলের সাথে জলপাই হল এই পূজোর অপরিহার্য ফল । এবং অন্যান্য ভোগের সাথে পায়েস হল এক প্রধান উপকরণ। এই পুজোর সময় স্বামী-স্ত্রী পাশাপাশি বসে তাকে আরাধনা করে । তবে বর্তমানে শুধু পুত্র সন্তান নয় , সন্তান কামনার্থে কার্তিক পুজো করা হয়।
কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, আগ্নিক,ক্রৌঞ্চারতি, তারকারি বা তারকাসুরমর্দী, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত ,ভৌরবসূতানুজ, শর্জ ইত্যাদি।
দেব কার্তিক হলেন যুদ্ধের সেনাপতি , তার বাহন ময়ূর। ময়ূর তার বাহন হওয়ার কারণ হল ময়ূর খুব কম ঘুমায় এবং সবসময় সচেতন থাকে, আর একজন যোদ্ধার জন্য এমনি বাহনের প্রয়োজন। তাই ময়ূর কার্তিকের বাহন।
তবে বাংলায় যুদ্ধের দেবতা হিসেবে নয় বরং পুত্র সন্তানের কামনায় কার্তিকের আরাধনা হয়। বাংলায় প্রতিটি ঘরে ঘরে মনে করা হয় তাকে আরাধনা করলেই তার মতো সুপুত্রের জন্ম হবে। তাই নতুন দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসার এক মজার প্রচলন আছে বাংলায়। তাই সকলেই কার্তিকে ছোটো সন্তান রূপেই পুজো করেন।
যদিও পূজা উপলক্ষে বরাবরের মতো নানা কর্মসূচি গ্রহণ করেছে শ্রী শ্রী কালেশ্বরী কালী মন্দির। ভক্ত ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পূজায় অংশ নিতে অনুরোধ করেছেন মহানগর সার্বজনীন পূজা কমিটি