কক্সবাজার প্রতিনিধিঃ মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের ঢেউ এখন উপচে পড়ছে কক্সবাজার জেলা পুলিশে। কক্সবাজার সাবেক পুলিশ সুপারের বিদায়ের দিনে কক্সবাজারের ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিসহ ৩৪ জন ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়
কক্সবাজার জেলা পুলিশের গত ২ বার বদলি পর এবার জেলা পুলিশের বদলির বড় সর ধাক্কা। এবার ১১৪১ জন কনস্টেবলকে একযোগে বদলি করার মধ্যে নজির হয়েছে ।দেশের ইতিহাসে জেলা পুলিশের একেবারে বদলি নজির নেই বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা এর আগে ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলা থানার ৩৪জন ওসিকে বদলি করা হয় তারও আগে ১৬ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পুলিশ সুপার সহ সাতজন কর্মকর্তাকে একুশে সেপ্টেম্বর বদলি করা হয়েছিল।