শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজারের গুলজার মোড় মতি কমপ্লেক্সের নিচ তলায় রিজিয়া টেইলার্স নামের দোকানে মতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কেট বন্ধ থাকায় বাইরে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর পেয়ে
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।