আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানের জয়ে সিরিজ শুরু করলো টাইগাররা

বৃষ্টি আইনে আইরিশদের সামনে ৮ ওভারে লক্ষ্য ১০৪। আইরিশদের সামনে ধরে খেলার কিছু নেই।প্রথম দুই ওভারে ৩২ রান নিয়ে চোখ রাঙানি দিয়েছিল আয়ারল্যান্ড। সেই হিসেবে তারা প্রথম ওভার থেকেই মেরে খেলছেন। দুই ওভারে ৩২ রান নেওয়ার পর হাসান-তাসকিন চার উইকেট নিয়ে লাগাম টেনে ধরেন। তাসকিন এক ওভারে ৩ উইকেট নেন। পঞ্চম ওভারে আবার হাসান ১৬ রান দিয়ে দেন। ৫ ওভারে তারা ৬০ রান নিয়ে নেয়। ৬ষ্ঠ ওভারে সাকিব আল হাসান মাত্র ৫ রান দিয়ে আবার চেপে ধরেন।শেষ ২ ওভারে আইরিশদের প্রয়োজন ৩৯ রান। শেষ ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলেই হ্যারি টেক্টরকে আউট করেন তাসকিন। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। ফলে ২২ রানের জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করে ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।