বর্ষ বিদায় ও বর্ষ বরণে ডিসি হিল, শিল্পকলা সিআরবি শিরিষতলায়

বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান চট্টগ্রামের সিআরবি শিরিষতলায়
অতীতের জরা-জীর্ণতা ও গ্লানি মুছে সব বাঙালির জীবনে নতুন সাল সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনার আশায় কথামালা ও সুর-সঙ্গীতে পুরাতন বছরকে বিদায় জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নগরীর বিভিন্ন স্থানে বড় আকারেসহ কয়েকটি স্থানে বর্ষবরণের অনুষ্ঠান শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
চৈত্রের দাবদাহ শেষে শুরু হবে আরেকটি নতুন বছরের পথচলা। বাংলা নতুন বছরকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রামের আপামর মানুষ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার ধ্বনিতে ফের জেগে উঠবে চট্টগ্রামের সিআরবির শিরিষতলা, ডিসি হিল, শিল্পকলার অনিরুদ্ধ মুক্তমঞ্চ।যা কিছু জীর্ণ-পুরোনো, অশুভ ও অসুন্দর, তা পিছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাঙালি বরণ করে এই দিন। তবে গতবারের মতো চলতি বছরেও রমজান থাকায় বৈশাখের এ আয়োজন থাকবে সীমিত পরিসরে।
অন্যদিকে পহেলা বৈশাখে নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপন করতে প্রস্তুত বন্দরনগরী।