গরম ও লোডশেডিংয়ে সর্বত্র হাঁপিয়ে উঠেছে মানুষ

তীব্র দাবদাহের সাথে লোডশেডিংয়ের যন্ত্রণা। চট্টগ্রামে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের জীবনযাত্রার ব্যস্ততায় তাপদাহ ও লোডশেডিংয়ের প্রভাব পড়েছে ব্যাপকভাবে। তীব্র গরমের মাঝে নগরীর অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। যখন তাপদাহে মানুষ হাঁপিয়ে উঠছে ঠিক তখনই হাটহাজারীতে পাওয়ার গ্রিড কোম্পানির জাতীয় গ্রিডের ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগরীর সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার বিকাল ৫টার দিকে হাটহাজারী–মদুনাঘাটের ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে কারেন্ট ট্রান্সফরমারের (সিটি) বিস্ফোরণে গ্রিড বিপর্যয় হয়।ফলে তীব্র দাবদাহের মধ্যে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় গরমে নগরবাসীর ভোগান্তি বাড়ে।তীব্র গরমের মধ্যে নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ে সীমাহিন দূর্ভোগ পোহাতে হয়। সূত্রজানান অত্যধিক গরমে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পিডিবির প্রকৌশলীরা।

সন্ধ্যা ৬টার পর থেকে অনেক এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হতে সাড়ে ৭টা পর্যন্ত লেগে যায়।তার পরও নগরবাসীর ভোগান্তি কমেনি নগরীর অনেক এলাকায় এক ঘণ্টা থেকে চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জানান।পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলীরাও তীব্র গরমে লোডশেডিংয়ের কথা স্বীকার করেছেন। পিডিবি জানিয়েছে, কিছু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। যার ফলে গ্রাহক পর্যায়ে সরবরাহে বিঘ্ন ঘটছে।