দুঃসহ গরমে প্রাণ ওষ্ঠাগত স্কুল বন্ধের ঘোষণা দিন…

সরজমিন ঘুরে অনিক মল্লিক
বৈশাখজুড়ে খরতপ্ত রুক্ষ আবহাওয়ার আভাস : বৃষ্টির সুখবর নেই
৫০ জেলায় বইছে তাপপ্রবাহ : ৪২ ডিগ্রিতে পৌঁছাতে পারে : গরমের দাপট আরো অন্তত এক সপ্তাহ চলবেগরমের তাপমাত্রা প্রতিদিন ৩৮-৪১ ডিগ্রীতে …গরমের অবস্থা চরম আকার নিয়েছে। তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছেই।কোমলমতি শিক্ষার্থী উফ্! অসহ্য গা-জ্বলা ভ্যাপসা গরম! শহর-বন্দর-গ্রাম-গঞ্জে সবার মুখে ওই একই কষ্ট-দুর্ভোগের কথা। টানা এক সপ্তাহ ধরে চলমান কড়া রোদের তেজে দুঃসহ গরমে-ঘামে প্রাণবায়ু ওষ্ঠাগত। দুর্বিষহ হয়ে উঠেছে পথচারি শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থীদের ঘাম-ঝরানো গরমের যন্ত্রণা। চারদিকে ঠা ঠা রোদের আগুনে হাঁসফাঁস অবস্থা
এমন অবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে অনলাইন শিক্ষা ক্লাস নেওয়ার ব্যবস্হা করা যেতে পারে।খরতাপ্ত রৌদ থেকে ক্লাসে গাদগাদি করে ক্লাসে যেন বাতাস থমকে আছে। আবার কোথাও উত্তপ্ত বাতাস। গরমের তীব্রতা আরো অসহনীয় হয়ে উঠেছে। দিন ও রাতের তাপমাত্রা মৌসুমের এ সময়ের স্বাভাবিকের চেয়ে স্থানভেদে ১.৫ থেকে ৭ ডিগ্রি সে. পর্যন্ত বেশিই রয়েছে। স্বস্তি নেই। চৈত্রের তৃতীয় সপ্তাহ থেকে ক্রমেই তেঁতে উঠেছে আবহাওয়া। দেশের সবক’টি বিভাগেই তাপদাহ আরো বিস্তৃত হয়ে এখন ৫০টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।তাই ১টু ভেবে দেখবেন বলেন শিক্ষার্থী ও অভিভাবক