মধ্য রাতে নগরে হঠাৎ বজ্রসহ ঝড়, বৃষ্টি ও মাতাল হাওয়া

পথে প্রান্তরের সংবাদ সরজমিন ঘুরে মঙ্গলবার, ১৬ মে ২০২৩, ২ জ্যৈষ্ঠ
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটতে না কাটতেই দিন ভর তীব্র গরমে মধ্য রাতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দমকা বাতাসসহ বজ্র বৃষ্টি হয়েছে। শান্তির বৃষ্টির সঙ্গে ছিল মাতাল হাওয়ার আচমকা ঝটকাও শীতল অনুভূতি।
গভীর রাতের নিস্তব্ধতা, ভেঙ্গে মঙ্গলবার,হঠাৎ বৃষ্টির রিমঝিম শব্দ উপভোগ করেন । এ বৃষ্টির ফলে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। তার ওপর আবার নগরীতে বেশ কিছু এলাকায় হাটু থেকে কোমড় পানি জমে যায়।তীব্র ঝড়ের মুখোমুখি হলো চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলা।জানা গেছে, সোমবার রাত ১টার পরের দিকে হঠাৎ করে শুরু হয় ঝড়। এরপর টানা প্রায় আধা ঘণ্টা তুমুল বেগে ঝড়ো বাতাস ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি ।মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এরপর কমে আসে ঝড়ের বেগ। এ মধ্যরাতের ঝড়ে বাতাসের গতিবেগ বেশি ছিল। ২০-২৫ মিনিট ধরে চলে তাণ্ডব।বেশ কিছু গাছ পালা উপড়ে গেছে, ফুটপাতের ভাসমান দোকানগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক বাসা–বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। অনেক এলাকায় গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে রাস্তায়।সঙ্গে বেটারী গলিতে সীমানা দেয়াল ধসে পড়েছে।এদিকে ভারী দমকা হওয়ায় অনেক এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। বাতাস বন্ধ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ভারী বৃষ্টিসহ বজ্রপাত প্রায় চল্লিশ মিনিটের মতো স্থায়ী ছিল।