চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই
হয়ে গেছে । ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস ।সূত্র জানায়, এতে ক্ষতি প্রায় ৩ লাখ টাকা। পুড়েছে ৫ মালিকের ৫টি কাঁচা দোকান। তাছাড়া প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে।খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। আগুন নির্বাপন করা হয় সাড়ে ৪ টার দিকে। তাছাড়া এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।