পেঁয়াজের সংকট ও দাম নিয়ন্ত্রণে আনতে সরকারের নানাবিধ উদ্যোগে। পেঁয়াজর দরপতন শুরু।চট্টগ্রাম বন্দর হয়ে ঢুকেছে পেঁয়াজ পাইকারি বাজার খাতুনগঞ্জে উল্লেখ্য গত কিছুদিন আগে হঠাৎ ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করায় পিঁয়াজের সংকট ও বাজার দর কমাতে বিকল্প দেশ থেকে চট্টগ্রাম বন্দরে ব্যবসায়ীদের এলসি করা চালানগুলো একের পর এক আসতে শুরু করেছে ।
ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে মিয়ানমার, পাকিস্তান থেকে আসা পিঁয়াজের চালান খালাস হয়েছে। বুধবার পাকিস্তান থেকে আমদানি করা ১৭৫ টন পিঁয়াজ খালাস হয়। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। পেঁয়াজ সংকট শুরুর পর বিকল্প দেশের মধ্যে সাগর পথে চট্টগ্রাম বন্দর হয়ে প্রথম ঢুকেছে পেঁয়াজ পাইকারি বাজার খাতুনগঞ্জে।।
এর আগে সোমবার মিয়ানমার থেকে আসা ৫৮ মেট্রিকটনের প্রথম চালনটি খালাস হয় চট্টগ্রাম বন্দরে। খালাসের অপেক্ষায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আসা আরো একটি চালান। এই চালানটি ঢাকার সজীব এন্টারপ্রাইজের নামে ইউএই থেকে এসেছে। এতে ২৯ টন পিঁয়াজ রয়েছে। প্রতিষ্ঠানটির নামে পাকিস্তান থেকে আসা ২ কনটেইনারে ৫৯ টন পিঁয়াজ খালাস হয়েছে বুধবার। ভারতের বিকল্প হিসাবে অন্তত ১২টি দেশের পিঁয়াজে দেশের বাজার সয়লাব হয়ে যাবে বলে ধারণা করছেন দেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এছাড়া বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) ট্রাকগুলোতেও এখন মিলবে দেশি পিঁয়াজ।টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, এখন থেকে টিসিবির ট্রাকে দেশি পিঁয়াজ বিক্রি হবে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা। নগরের বিভিন্ন স্পটে ২০টি ট্রাকে পিঁয়াজ, চিনি, সয়াবিন তেল, মশুর ডাল বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ২০০ কেজি পিঁয়াজ দেওয়া হচ্ছে।