বরিশাল নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত আবুল খায়ের আব্দুল্লাহ

সোমবার (১২ জুন) মোট ১২৬ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন মেয়র হলেন বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র নৌকার মাঝি আবুল খায়ের আব্দুল্লাহ।বেসরকারিভাবে নৌকার প্রার্থী আবুল খায়ের পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোটে নির্বাচিত হয়েছেন ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। বিপুল ভোটে বিজয়ী হয়ে
১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলে নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।